লন্ডন, ০৪ নভেম্বর- এমিরেটস স্টেডিয়ামে রোমাঞ্চকর ড্রয়ে শেষ হলো আর্সেনাল ও লিভারপুলের লড়াই। তাতে দুই দলই অপরাজিত থাকল এই মৌসুমে। ইংলিশ প্রিমিয়ার লিগে শনিবার পিছিয়ে পড়েও ১-১ গোলে ড্র করল আর্সেনাল। জেমস মিলনারের গোলে এগিয়ে গিয়েছিল লিভারপুল। কিন্তু ম্যাচ শেষ হওয়ার ৯ মিনিট আগে আলেক্সান্দ্রে ল্যাকাজেত্তের গোলে পয়েন্ট হারায় তারা। এই গোলে লিগ টেবিলে ৩ পয়েন্টের ব্যবধানে শীর্ষে ওঠা হলো না লিভারপুলের। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে এক নম্বরে তারা। রবিবার সাউদাম্পটনকে হারালেই ম্যানচেস্টার সিটি তাদের কাছ থেকে শীর্ষস্থান দখল করবে। প্রথমার্ধে দুই দলের লড়াইয়ে আর্সেনাল দেখিয়েছে দাপট। প্রথম ৪৫ মিনিটে দুই দলই আক্ষেপে পুড়েছে অফসাইডে গোল বাতিলের কারণে। ১৮ মিনিটে লিভারপুল আর ৪০ মিনিটে আর্সেনাল জাল খুঁজে পেলেও অফসাইডের পতাকা উড়ান সহকারী রেফারি। আর্সেনাল বিরতির পরও দাপট দেখায়। কিন্তু তারা পেছনে পড়ে যায় ৬১ মিনিটে। সাদিও মানেকে রুখে দিতে সামনে এগিয়ে আসেন গানার গোলরক্ষক লেনো। এই সুযোগে বল পেয়ে মিলনার প্রিমিয়ার লিগের ৫০তম গোল করে এগিয়ে দেন লিভারপুলকে। তবে শেষ পর্যন্ত টানা ১৪তম ম্যাচে অজেয় থাকার মর্যাদা অটুট রাখতে সফল হয় আর্সেনাল। ৮১ মিনিটে অ্যালেক্স আইওবির অ্যাসিস্টে সময় নিয়ে ঠাণ্ডা মাথায় সমতা ফেরান ল্যাকাজেত্তে। ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চার নম্বরেই থাকল আর্সেনাল। সূত্র: গোল ডটকম আর/০৮:১৪/০৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SJIIrA
November 04, 2018 at 03:00PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন