কুলতলি, ১৬ নভেম্বরঃ অস্ত্র কারখানার হদিশ মিলল কুলতলিতে। কুলতলি থানার পুলিশ ও বারুইপুর জেলার স্পেশাল অপারেশন গ্রুপ যৌথ অভিযান চালিয়ে এগুলি উদ্ধার করে। বিশ্বনাথ মণ্ডল ও বিকাশ মণ্ডল নামে দুজনকে গ্রেফতার করা হয়েছে।
গোপন সূত্রে খবরের ভিত্তিতে চালানো হয় অভিযান। বিশ্বনাথ মণ্ডলের বাড়িতে হানা দেওয়া হয়। ছ’টি বন্দুক ও ছয় রাউন্ড গুলি সহ প্রায় ১০টি বোমা উদ্ধার হয়। এছাড়াও অস্ত্র তৈরির প্রচুর সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। লোহার পাইপ, কাঠের বাট, লোহার রড, ফায়ারিং পিন, ড্রিল মেশিন, পালিশ মেশিন, হাত লেদ মেশিন, লোহার ফলক সহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
বিশ্বনাথ মণ্ডলের বাড়িতে যে সব অস্ত্র তৈরির মেশিন পাওয়া গিয়েছে সেগুলি সবই ছোটো। ফলে খুব কম শব্দ হত। তাই অস্ত্র তৈরি করলেও ধরা পড়েনি বিশ্বনাথ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K6owfH
November 16, 2018 at 12:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন