মুম্বই, ১৬ নভেম্বরঃ আন্তর্জাতিক মধুচক্রের হদিশ পেল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ। ঘটনায় মূল অভিযুক্ত বলিউডের এক কোরিওগ্রাফার। অভিযোগ, অল্প বয়সী মেয়েদের নাচের অ্যাসাইনমেন্টের নামে বিদেশে পাঠিয়ে সেখানে যৌন ব্যবসায় নামতে বাধ্য করা হত তাদের।
বৃহস্পতিবার মুম্বই পুলিশের অ্যান্টি এক্সটরশন সেল ৫৬ বছর বয়সী অভিযুক্ত অ্যাগনেস হ্যামিলটনকে গ্রেফতার করেছে। লোখান্ডওয়ালাতে অ্যাগনেসের নাচের প্রতিষ্ঠান আছে। পুলিশ সূত্রে খবর, অ্যাগনেসকে গ্রেফতারের পর থেকে সামনে আসছে কিছু ভুয়ো নাচের এবং অভিনয়ের প্রশিক্ষণ কেন্দ্রের নাম, যেখানে অবাধে চলে মধুচক্র।
বলিউডের বেশ কয়েকটি ছবিতে কোরিওগ্রাফার হিসেবে কাজ করেছেন অ্যাগনেস। এছাড়া অনেক ছবির নাচের দৃশ্যেও দেখা গিয়েছে তাকে। অ্যাগনেসের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কিছু ধারায় এবং ইমমোরাল ট্র্যাফিক প্রিভেনশন অ্যাক্টের অধীনে মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, অ্যাগনেস প্রায়ই মালয়েশিয়ায় যাওয়া আসা করতেন। বেশ কয়েক বছর যাবত তিনি এই মধুচক্র চালাচ্ছিলেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2K76WYV
November 16, 2018 at 12:14PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন