পুদুচেরি, ১৬ নভেম্বরঃ তামিলনাড়ু ও পুদুচেরিতে ভোররাতে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় গাজা। ইতিমধ্যেই এই ঝড়ে নাগাপত্তনম ও তিরুভারুরে প্রাণ গিয়েছে ৬ জনের। দেওয়াল ভেঙে মৃত্যু হয়েছে ৫ জনের। বিদ্যুদাহত হয়ে মৃত্যু হয়েছে একজনের। উপড়ে পড়েছে প্রচুর বিদ্যুতের খুঁটি ও গাছ। শুরু হয়েছে প্রবল বৃষ্টিপাত। নিরাপদ স্থানে সরানো হয়েছে প্রায় ৭৭ হাজার মানুষকে।
নাগাপত্তনমে প্রায় ৫০০০টি, তিরুভারুরে ৪০০০টি ও তাঞ্জাভুরে ৪০০০ বিদ্যুতের খুঁটি নষ্ট হয়েছে। বিদ্যুত্ ব্যবস্থা স্বাভাবিক করতে ২ দিন লেগে যাবে বলে মনে করা হচ্ছে।
প্রবল বৃষ্টি শুরু হয়েছে তামিলনাড়ুর উপকূলবর্তী শহর কুড্ডালোর, নাগাপত্তনম, থোণ্ডি ও পাম্বান এবং কারাইক্কাল ও পুদুচেরিতে। বন্ধ রাখা হয়েছে পালানি মন্দিরের রোপ কার। গাছের তলায় গাড়ি পার্ক না-করার জন্য অনুরোধ করা হয়েছে। গাছ ও দুর্বল ইলেকট্রিক ও টেলিফোনের খুঁটির আশপাশে না-থাকতে বলা হয়েছে।
শুক্রবার ভোরে তামিলনাড়ু ও পুদুচেরির উপকূলে ঘণ্টায় ১২০ কিমি গতিবেগে আছড়ে পড়ে গাজা। কেরালাতেও পড়েছে এর প্রভাব।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PuVU5v
November 16, 2018 at 11:51AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন