কলকাতা, ৩ নভেম্বরঃ কলকাতা এবং শহরতলির দূষণ মাপতে আধুনিক যন্ত্র বসাবে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। কলকাতা পুরনিগমের আধিকারিকরা যন্ত্র বসানোর জন্য বিভিন্ন এলাকা ইতিমধ্যেই পরিদর্শন করেছেন। সব দিক বিবেচানা করে যন্ত্র বসানোর জন্য প্রথমে পাঁচটি এলাকা বেছে নেওয়া হলেও পরবর্তীকালে এই তালিকায় জুড়েছে আরও কিছু নাম।
কলকাতার ম্যাডক্স স্কয়্যার, রবীন্দ্র সরোবর, যাদবপুর, সল্টলেক, ব্যারাকপুরের পুলিশ ট্রেনিং স্কুল, জোকা আইআইএম, শহরতলির চুঁচুড়া পুরসভা এলাকা সহ আরও কয়েকটি জায়গায় এই যন্ত্র বসবে। এছাড়া বিডন স্কয়্যার, দেশবন্ধু পার্কও রয়েছে তালিকায়। এজন্য কলকাতা পুরনিগমের কাছ থেকে জায়গা চেয়েছে দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। পর্ষদ সূত্রে খবর, এই ধরনের স্টেশন তৈরি করতে জায়গা লাগে ৬ মিটার বাই ৫ মিটার।
দূষণের মাত্রা হিসাবে কলকাতাকে কয়েকটা গ্রিডে ভাগ করা হয়েছে। দূষণ মাপার জন্য আধুনিক যন্ত্রগুলি বসিয়ে গ্রিড অনুযায়ী চার কিলোমিটার অন্তর কন্টিনিউয়াস অ্যাম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মনিটরিং স্টেশন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। শহরের পাঁচটি জায়গা পরিদর্শনের পর তার রিপোর্ট দেওয়া হয়েছে মেয়র শোভন চট্টোপাধ্যায়কে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RyfQRM
November 03, 2018 at 01:01PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন