নাগপুর, ৩ নভেম্বরঃ মৃত্যু হল মহারাষ্ট্রের পান্ধারকাওড়ার বাঘিনী টি১-এর। প্রায় এক বছর ধরে তাকে ধরার চেষ্টা চলছিল। অবশেষে শুক্রবার রাতে নাগপুরের ইয়াভাতমাল জঙ্গলের ভেতরেই তাকে গুলি করে হত্যা হয়।
হায়দরাবাদের শার্প শ্যুটার নবাব শাফাত আলি খানের ছেলে আসগর(৩৫) রাত ১১টা নাগাদ বাঘিনীকে লক্ষ্য করে গুলি করেন। নিয়ম অনুযায়ী তাঁর সঙ্গে বন দপ্তরের পশু চিকিত্সকের থাকার কথা ছিল। তবে কেউ ছিলেন না। বাঘটিকে ঘুমের ওষুধ দিয়ে ধরার চেষ্টাও করা হয়নি।
এই ঘটনায় নিজেরাই নিজেদের নিয়মই ভেঙেছে বন দপ্তর। অবমাননা করেছে হাই কোর্ট এবং সুপ্রিম কোর্টের নির্দেশ। প্রতিটি ক্ষেত্রেই স্পষ্ট বলা হয়েছিল প্রথমে ঘুম পাড়িয়ে বাঘ ধরার চেষ্টা করা হবে। সেই চেষ্টা সফল না হলে তবে গুলি করে মারার সিদ্ধান্ত নেওয়া হবে। তবে গত দুমাসের অভিযানে, একবারের জন্যেও মানুষখেকো এই বাঘটিকে ধরার কোনো চেষ্টাই করা হয়নি।
এখনও পর্যন্ত এই বাঘিনী ১৩ জন গ্রামবাসীকে মেরেছে। টি ১-কে ধরার জন্যে এক মহাযজ্ঞের আয়োজন করা হয়েছিল। দেশের উচ্চপদস্থ বন আধিকারিক থেকে শুরু করে প্রায় ২০০ জন বন কর্মী, ৬০টি ট্র্যাপ ক্যামেরা, ড্রোন, স্নিফার ডগ এবং হ্যাং-গ্লাইডার ব্যবহার করা হয়েছিল। ময়নাতদন্তের জন্যে বাঘটির দেহ নাগপুরের গোরেওয়াডা রেসকিউ সেন্টারে পাঠানো হয়েছে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PFo7WK
November 03, 2018 at 12:48PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন