বিশ্বনাথে সোনালী আভায় ভরে উঠছে ফসলের মাঠ

IMG_20181116_200337মো. আবুল কাশেম, বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: সিলেটের বিশ্বনাথে সোনালী আভায় ভরে উঠছে অগ্রহায়ণের ফসলের মাঠ, পাকতে শুরু করেছে ধান। শীত, শিশির আর সোনার ফসলের মৌ মৌ ঘ্রাণ হেমন্তের চারদিক মাতিয়ে তুলছে। আবহমান বাংলার শাশ্বত অগ্রহায়ণ মাসকে ঘিরে কৃষক-কিষাণীদের মধ্যে অনেক উচ্ছ্বাস বিরাজমান। উপজেলার প্রতিটি গৃহস্থ ঘরে এখন চলছে অগ্রহায়ণের ধান কাটার প্রস্তুতি। চলতি বছর আমনের ভাল ফলনের ব্যাপারে আশাবাদি কৃষক এবং কৃষি অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা। উপজেলার বিভিন্ন এলাকায় ইতিমধ‌্যে শুরু হয়েছে আগাম জাতের রোপনকৃত আমন ধান কাটা। পুরোদমে ধান কাটা শুরু হতে আরও সপ্তাহ খানেক লাগতে পারে।

উপজেলা কৃষি অফিস সূত্রে ও সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, ইতোমধ্যে বিশ্বনাথ উপজেলার প্রতিটি গৃহস্থ ঘরে চলছে অগ্রহায়ণের ধান কাটার প্রস্তুতি। চলতি বছর এ উপজেলার ৮টি ইউনিয়নে প্রায় ১৩,৪৭০ হেক্টর আমন ধান চাষাবাদ করা হয়। এর মধ্যে উপসী জাতের প্রায় ৯২০০হেক্টর ও স্থানীয়জাতের ৪২৭০ হেক্টর। এবার উন্নত জাতের বিনা-৭, বিআর-১১, ব্রি-ধান-৩২,৩৯,৪৬,৫১ ও স্থানীয় জাতের বাদাল, জল ডাঙ্গা, জরিসাইল, কালোজিরা, হাসিম, বিরুণ জাতের ধান চাষাবাদের ফলে গত বছরের চেয়ে ভাল হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, গত বছরের তুলনায় এবছর লক্ষ মাত্রায় চেয়ে বেশী আবাদ হয়েছে। আমরা আশাবাদি কৃষকেরা এবার আশানুরুপ ফলন গোলায় তুলতে পারবেন। কিছু কিছু এলাকায় আগাম জাতের রোপনকৃত ধান কাটা শুরু হয়েছে। পুরোদমে ধান কাটা শুরু হতে আরো সপ্তাহ খানেক সময় লাগবে।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2Q524Zy

November 16, 2018 at 08:19PM
16 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top