ঢাকা, ১৬ নভেম্বর- বিশ্ব শিশু দিবস উপলক্ষ্যে আগামীকাল (শনিবার) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বর্তমান ও সাবেক তারকা ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট খেলবে সুবিধাবঞ্চিত শিশুরা। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে দশটায়। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা আকরাম খান, নাঈমুর রহমান দুর্জয়, হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদনী নান্নু ও হান্নান সরকাররা প্রীতি ম্যাচে অংশ নিবেন। বর্তমান তারকাদের মধ্যে পেসার তাসকিন আহমেদ এই ম্যাচে অংশ নিবে। বাংলাদেশ নারী ক্রিকেট দলের পেসার সুরাইয়া আজমিনও ম্যাচটিতে অংশ নিবেন। প্রতি বছর শিশু দিবসে সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নের লক্ষ্যে নানা কর্মসূচির আয়োজন করে থাকে ইউনিসেফ। এই কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশুদের অন্তর্ভুক্ত করা হয়। এই বছর আগামী ২০ নভেম্বর বিশ্বের সকল দেশ এমন একটি বিশ্ব গঠনে একত্রিত হবে যেন প্রতিটি শিশু স্কুলে যাওয়ার সুযোগ পায়, কোনো শিশু নির্যাতন না হয় এবং শিশুরা তাদের প্রতিভা বিকাশের সুযোগ পায়। এমএ/ ০৮:১১/ ১৬ নভেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zYhAMZ
November 17, 2018 at 02:19AM
16 Nov 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top