মা বকাবকি করায় আত্মঘাতী কিশোরি

নরেন্দ্রপুর, ২১ নভেম্বরঃ মা বকাবকি করায় আত্মঘাতী হল এক কিশোরি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে। মৃতার নাম সহেলি মণ্ডল (১৩) ।

জানা গিয়েছে, নরেন্দ্রপুরের রাধানগর পশ্চিম পাড়ার বাসিন্দা সোমনাথ মণ্ডল। পেশায় রাজমিস্ত্রি। তাঁর স্ত্রী ছায়া মণ্ডলও একটি কারখানায় কাজ করেন। তাঁদেরই একমাত্র মেয়ে সহেলী। টিভিতে অতিরিক্ত কার্টুন দেখার নেশা ছিল তার। এই কারণে মাঝে মধ্যেই স্কুলে যেত না সে। মঙ্গলবারও কার্টুন দেখার জন্য স্কুল কামাই করে ওই কিশোরি। যার ফলে মা তাকে বকুনি দেয়। এরপর সোমনাথবাবু ও ছায়াদেবী দুজনেই কাজে চলে যান। সন্ধ্যায় কাজ থেকে ফিরে এসে সোমনাথবাবু দেখেন, ঘরের দরজা বন্ধ। অনেক ডাকাডাকির পরেও সাড়া না মেলায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, ফ্যানের সঙ্গে গলায় শাড়ির ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে মেয়ে।

খবর পেয়ে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কারও সঙ্গেই খুব বেশি মিশত না সহেলি। সারাদিন বাড়িতে একাই থাকত। সিরিয়াল দেখেই সে আত্মহত্যার পরিকল্পনা করে থাকতে পারে বলে মনে করছেন তারা। কিশোরির মৃত্যুতে শোকের ছায়া নেমেছে এলাকায়।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2KnE7Y9

November 21, 2018 at 07:20PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top