ঋণ মুকুবের দাবিতে ফের মুম্বইয়ের পথে ২০ হাজার কৃষক

মুম্বই, ২১ নভেম্বরঃ ঋণ মুকুবের দাবিতে ফের একবার বাণিজ্যনগরীর রাস্তায় নেমেছে মহারাষ্ট্রের প্রান্তিক কৃষকেরা। ফের একবার কৃষক বিদ্রোহ। বিক্ষোভ কর্মসূচিতে পা মেলালেন অন্তত ২০ হাজার কৃষক৷ থানে থেকে মুম্বই, মোট ২১ কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল আজাদ ময়দানে সভা করবেন প্রায় ২০ হাজার কৃষক।

বুধবার সকাল ১০ টায় থানে থেকে শুরু হয়েছে পদযাত্রা, বিকেল ৫টায় পৌঁছানোর কথা মুম্বইয়ের সোমাইয়া গ্রাউন্ডে৷ খোলা আকাশের নিচে রাত কাটিয়ে পরদিন আজাদ ময়দানের দিকে শুরু হবে পদযাত্রা৷ সেখানেই ঋণ মকুব-সহ একগুচ্ছে দাবি জানিয়ে বিক্ষোভ ও জনসভার ডাক দেওয়া হয়েছে ‘লোক সংঘর্ষ মোর্চা’-র তরফে৷

‘লোক সংঘর্ষ মোর্চা’র সদস্য প্রতিভা শিন্ডে বলেন, ‘মহারাষ্ট্রজুড়ে কৃষকরা অনাহারে মরছে৷ ফসলের দাম না পেয়ে আত্মহত্যা করছে৷ কিন্তু, তাতেও সরকারের কানে জল ঢুকছে না৷ তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি, সরকার যখন আমাদের কাছে আসছে না, তখন আমরাই ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলে সরকারের দিকে ধেয়ে যাব৷’ তাঁদের স্পষ্ট বক্তব্য, সরকার যদি আন্দোলনকারী ২০ হাজার কৃষকের ঋণ মকুব না করে, তাহলে এর পর ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হবে সরকারকে৷



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2S0ncO6

November 21, 2018 at 07:16PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top