মুম্বই, ২১ নভেম্বরঃ ২০১৯ সালের মার্চ মাসের মধ্যে বন্ধ হয়ে যেতে পারে দেশের ৫০ শতাংশ এটিএম। বুধবার একথা জানায় এটিএম ইন্ডাস্ট্রির সংগঠন। এই মুহূর্তে দেশে মোট এটিএমের সংখ্যা ২ লক্ষ ৩৮ হাজার। যার মধ্যে ইতিমধ্যেই ১ লক্ষ ১৩ হাজার এটিএমে ঝাঁপ পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে হার্ডওয়্যার ও সফটওয়্যারের জন্য এটিএম রেগুলেটরি গাইডলাইন, নগদ ম্যানেজমেন্টের নিয়ম, নগদ ভরতে ক্যাসেট সোয়াইপ প্রক্রিয়ায় অনেক বদল এসেছে। যার প্রভাব এতে পড়ছে বলে সংগঠন মনে করছে।
এটিএম ইন্ডাস্ট্রির সংগঠনের এক মুখপাত্র জানান, ‘এর ফলে দেশের জনগণের ওপর ভয়ঙ্কর চাপ পড়তে পারে৷ প্রধানমন্ত্রী জনধন যোজনার আওতায় থাকা যে কোটি কোটি সাধারণ মানুষ এটিএম থেকে টাকা তোলেন, সমস্যায় পড়বেন তাঁরাও। নোট বাতিলের পর গোটা দেশের এটিএমে হাজার হাজার মানুষের লাইন পড়ত যেমন, তেমন দিন ফের ফিরে আসার সম্ভাবনা রয়েছে।’
এর ফলে এই কাজের সঙ্গে যুক্ত অনেকে কাজ হারাবেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শুধু নিরাপত্তারক্ষী নন, এটিএম মেশিন রক্ষণাবেক্ষণ, নগদ ভরে দেওয়া সহ একাধিক কাজে প্রচুর কর্মী নিয়োগ হয়। সামগ্রিকভাবে যার প্রভাব পড়বে দেশের অর্থনীতির ওপর।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2P0bL7i
November 21, 2018 at 07:09PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন