হায়দরাবাদ, ২০ নভেম্বরঃ নির্বাচনী প্রচার সভা বন্ধ করতে ২৫ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল কংগ্রেস। মঙ্গলবার তেলাঙ্গানার নির্মলে একটি সভায় বক্তব্য রাখতে গিয়ে একথা বলেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুলসিমিন(এআইএমআইএম) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তিনি বলেন, ‘এখানে যাতে আমি সভা না করি তার জন্য ২৫ লক্ষ টাকা দলের তহবিলে দিতে চেয়েছিল কংগ্রেস।’
ওই সভায় তিনি বলেন, ‘ওয়াইসি জীবন দিলেও কখনও প্রতিশ্রুতি ভাঙে না। আমায় কেউ কিনতে পারবে না।’ ‘আমার এই কথা কংগ্রেস স্বীকার নাও করতে পারে। কিন্তু তাতে কোনো লাভ হবে না। কারণ আমার কাছে সম্পূর্ণ কথোপকথন রেকর্ড করা আছে।’
পুরনো হায়দরাবাদ শহরের সাতটি কেন্দ্রে লড়াই করছে এআইএমআইএম-এর প্রার্থীরা। যার মধ্যে আসাদুদ্দিন ওয়াইসির ভাই আকবরুদ্দিন ওয়াইসিও আছেন।
বিচার ও সম্মানকে ছড়িয়ে দেওয়াই যে তাঁর একমাত্র উদ্দেশ্য সেবিষয়েও মন্তব্য করেন তিনি।
১১৯টি আসনে ৭ ডিসেম্বর তেলেঙ্গানায় বিধানসভা নির্বাচন। ফল ঘোষণা ১১ ডিসেম্বর। বিদায়ী শাসক তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির সঙ্গে জোট করে নির্বাচনে লড়ছে এআইএমআইএম। সোমবার নির্মল এলাকায় শরিক টিআরএস প্রার্থী পি ইন্দ্রকারন রেড্ডির হয়ে প্রচারে গিয়েছিলেন আসাদুদ্দিন। সেখানে কংগ্রেস প্রার্থী মহেশ্বর রেড্ডি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2S43bGe
November 20, 2018 at 06:00PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন