ঘুড়ির মাঞ্জা সুতো জড়িয়ে বাইক দুর্ঘটনা, মৃত এক

বাগনান, ২০ নভেম্বরঃ গলায় ঘুড়ির মাঞ্জা সুতো জড়িয়ে আহত হলেন বাইক চালক। বাইক থেকে পড়ে মৃত্যু হল পিছনে বসে থাকা এক আরোহীর। মৃতের নাম শেখ জিশান আলি। দুর্ঘটনাটি ঘটেছে হাওড়ার বাগনান থানার দেউলটি উড়ালপুলে। হতাহতদের বাড়ি কোলাঘাট থানার মহিষগোট গ্রামে।

জানা গিয়েছে, সোমবার জিশান আলি ও শেখ সাহিদুল রহমান একটি বাইকে চেপে ৬ নম্বর জাতীয় সড়ক দিয়ে বাগনানে যাচ্ছিলেন। বাইক চালাচ্ছিলেন সাহিদুল। দেউলটি উড়ালপুলে ওঠার সময় একটি সুতো সাহিদুলের গলায় জড়িয়ে যায়। নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি ধাক্কা মারে উড়ালপুলের গার্ডওয়ালে। বাইক থেকে ছিটকে পড়েন জিশান। মাথায় গুরুতর আঘাত লাগে তাঁর। সেখান থেকে জিশানকে উদ্ধার করে প্রথমে বাগনান হাসাপাতাল ও পরে উলুবেড়িয়া হাসপাতালে ভরতি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। সেখানে মৃত্যু হয় জিশান আলির।

সাহিদুল জানান, দুর্ঘটনার পর কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেননি। তাঁর মাথায় হেলমেট থাকলেও জিশানের মাথায় হেলমেট ছিল না। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলে প্রচুর মাঞ্জা দেওয়া সুতো পড়ে থাকতে দেখা গিয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zmwmxr

November 20, 2018 at 05:40PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top