কলকাতা, ১১ নভেম্বরঃ নিজেই নিজের গলা কেটে আত্মঘাতী হয়েছেন জামশেদপুরের ম্যানেজমেন্ট পড়ুয়া হর্ষ ভালানি (২৪) । ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর এমনটাই ধারনা তদন্তকারীদের।
পুলিশ সূত্রে খবর, যেভাবে ছুরি দিয়ে গলা কাটা হয়েছে তাতে অনুমান করা যাচ্ছে অন্য কেউ নয়, নিজেই নিজের গলায় ছুরি চালিয়েছেন হর্ষ। কারণ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, গলার বাঁ দিক থেকে ডানদিকে ছুরি দিয়ে কাটা হয়েছে। আর হর্ষ ডানহাতি ছিলেন। অন্য কেউ এই কাজ করে থাকলে সেক্ষেত্রে ক্ষত তৈরি হত ডানদিক থেকে বাঁ দিকে। পাশাপাশি হোটেলের সিসিটিভি ফুটেজ থেকে জানা যাচ্ছে হর্ষের ঘরে সেদিন বাইরে থেকে কেউ প্রবেশ করেনি। ঘরের দরজাও ভেতর থেকে বন্ধ ছিল। কেউ বাইরে থেকে এসে তাকে খুন করে থাকতে পারে, একথা বলা যাচ্ছে না। তাই এটা আত্মহত্যা বলেই অনুমান তদন্তকারীদের।
মৃতের পরিবার ও বন্ধুবান্ধবের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, আগে খুব বেশি সক্রিয় থাকলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়ার সঙ্গে কোনও যোগাযোগ ছিল না গুজরাটের রাজকোটের বাসিন্দা এই যুবকের। মোবাইল ফোনের ব্যাবহারও কমিয়ে দিয়ছিলেন। এমনকি বন্ধুবান্ধব এবং পরিবারের সঙ্গেও খুব কম কথা বলতেন হর্ষ। এর থেকে পুলিশের অনুমান, মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। কিন্তু অবসাদের কারণ নিয়ে রহস্য জমাট বাঁধতে শুরু করেছে। কি কারণে সুদূর জামশেদপুর থেকে কলকাতায় এসে আত্মহত্যা করলেন হর্ষ তা নিয়ে উঠছে প্রশ্ন। রহস্যের সমাধানে তদন্ত করছে পুলিশ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2qDBBnH
November 11, 2018 at 09:21PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন