মদ্যপ পাইলট, বিলম্বিত এয়ার ইন্ডিয়ার উড়ান

নয়াদিল্লি, ১১ নভেম্বরঃ টেক অফের ঠিক আগে মদ্যপ পাইলটকে আনফিট ঘোষণা করায় বিলম্বিত হল এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী উড়ান। রবিবার নির্ধারিত সময় থেকে অনেক পরে ছাড়ল এয়ার ইন্ডিয়ার উড়ান এআই-১১১। মদ্যপান করায় টেক-অফের ঠিক আগে প্রি-ফ্লাইট ব্রিদ অ্যানালিসিস টেস্ট পাশ করতে পারলেন না সিনিয়র পাইলট তথা ডিরেক্টর(অপারেশনস) অরবিন্দ কাঠপালিয়া।

জানা গিয়েছে, দুবার ব্রিদ অ্যানালিসিস টেস্টে ব্যর্থ হন অরবিন্দ। দিল্লি থেকে লন্ডনগামী উড়ান চালানোর দায়িত্বে ছিলেন তিনি। কিন্তু তিনি প্রি-ফ্লাইট অ্যালকোহল টেস্টে ব্যর্থ হন। তাঁকে দ্বিতীয়বারও সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু তাতে তিনি উত্তীর্ণ না-হওয়ায় তাঁকে নামিয়ে আনা হয়।

বিমানে ওঠার অন্তত ১২ ঘণ্টা আগে কোনোরকমের অ্যালকোহল সেবন সমস্ত ক্রু মেম্বারের জন্য নিষিদ্ধ। বিমানে ওঠার আগে ও পরে তাঁদের প্রত্যেকের অ্যালকোহল পরীক্ষাও বাধ্যতামূলক। এয়ার ইন্ডিয়ার একটি সূত্রের দাবি, অরবিন্দ এই কাণ্ড আগেও ঘটিয়েছেন। প্রি-ফ্লাইট মেডিক্যাল টেস্ট এড়িয়ে যাওয়ার জন্য ২০১৭ সালে তাঁর সিনিয়র পাইলটের লাইসেন্স ৩ মাসের জন্য বরখাস্ত করা হয়েছিল।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2T5kfNn

November 11, 2018 at 09:04PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top