মুম্বাই, ১৪ নভেম্বর- বলিউড অভিনেতা অজয় দেবগণ চিনে চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ বিদেশি অভিনেতার খেতাব পেয়েছেন। ২৭তম চিন গোল্ডেন রোস্টার অ্যান্ড হান্ড্রেড ফ্লাওয়ার্স ফিল্ম ফেস্টিভ্যালে অজয় দেবগণ শ্রেষ্ঠ বিদেশি অভিনেতার পুরস্কারটি জিতে নেন। চারদিনের এই চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়েছে ফোসানে এবং ওই উৎসবের সমাপ্তি অনুষ্ঠান হয় পুরস্কার বিতরণির মধ্য দিয়ে। সেখানে পুরস্কার প্রাপকদের নির্বাচন করে দর্শকরা। এদিকে অজয় দেবগণের এই সাফল্য প্রসঙ্গে ওই রেইড সিনেমার প্রয়োজক ভূষণকুমার বলেন, আমরা সব সময়ই বিশ্বাস করি বিষয়ভিত্তিক সিনেমাতে। রেইড একটা বিশেষ সিনেমা। এটি আমরা প্রথম দিন থেকেই বিশ্বাস করেছিলাম। এই সিনেমার জন্য অজয় দেবগণ শ্রেষ্ঠ অভিনেতা নির্বাচিত হওয়া দারুণ সাফল্য। উল্লেখ্য, রেইড সিনেমাতে ইলিয়ানা ডিক্রুজের সঙ্গে জুটি বেঁধেছেন অজয়। ১৯৮০ নাগাদ ভারতে হাই প্রোফাইল আয়কর হানার ওপর নির্ভর করে চিত্রনাট্য লেখা হয়েছে। এমইউ/০১:৫৫/১৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2OISaIk
November 14, 2018 at 07:55PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন