আলিপুরদুয়ার, ৩০ নভেম্বরঃ লেখাপড়ার পাশাপাশি প্রত্যন্ত গ্রামাঞ্চলের ছেলেমেয়েদের খেলাধূলা এবং শরীরচর্চায় উৎসাহ দিতে রাজ্য সরকারের উদ্যোগে অনুষ্ঠিত হল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। শুক্রবার কুমারগ্রামে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের মাঠে ওই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন কুমারগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান তিমির দাস সহ এলাকার ক্রীড়া প্রেমি ব্যক্তিত্ব এবং বিশিষ্টজনেরা। কুমারগ্রাম পূর্ব মন্ডলের পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন স্কুলের ২১৯ জন খুদে পড়ুয়া এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেয়। গ্রাম পঞ্চায়েত স্তরের সফল খেলোয়াড়রা এদিন প্রতিযোগিতামূলক ২৮ টি ইভেন্টে অংশ নেয়। জানা গিয়েছে, প্রথম স্থানাধিকারীরারা আগামী ১০ এবং ১১ ডিসেম্বর আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের মাঠে আয়োজিত জেলা স্তরের খেলায় অংশগ্রহণের সুযোগ পাবে। এদিন সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত শিক্ষক এবং ক্রীড়া প্রেমি ব্যক্তিত্বরা।
সংবাদদাতাঃ নৃসিংপ্রসাদ গঙ্গোপাধ্যায়
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2ztGt3y
November 30, 2018 at 06:56PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন