সরকারি বাসের ধাক্কায় মৃত্যু, উত্তেজনা মালবাজারে

মালবাজার, ৩০ নভেম্বরঃ সরকারি বাসের ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম পবিত্র অধিকারী (৪৮)। তিনি বেসরকারি বাসের চালক ছিলেন। শুক্রবার ঘটনাটি ঘটে মাল শহরের বাস টার্মিনাসে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। ঘটনার জেরে এদিন বাস চলাচল বন্ধ রাখে টার্মিনাস কর্তৃপক্ষ।

পবিত্রবাবুর বাড়ি দিনহাটার গোসানীমারিতে। কর্মসূত্রে তিনি মালবাজারের ক্ষুদিরামপল্লিতে থাকতেন। জানা গিয়েছে, এদিন সকালে বাস টার্মিনাসে দাঁড়িয়ে কথা বলছিলেন পবিত্রবাবু ও তাঁর দুই সহকর্মী মহম্মদ আলম ও বাবু বোস। হঠাৎই সরকারি বাসটি এসে তাঁদের ধাক্কা মারে। পবিত্রবাবু সহ তিনজনকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়। সেখানে পবিত্রবাবুকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সক। বাকি দুজনের আঘাত গুরুতর নয়।

ঘটনার পরই মাল থানায় আত্মসমর্পণ করেন ওই বাসচালক। এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়ায় বাস টার্মিনাসে। বাস চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনাস্থলে পুলিশ বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়।

এনবিএসটিসি-র মালবাজারের ডিপো ইনচার্জ শঙ্কর কুমার দে বলেন, ‘আমরা গোটা ঘটনাটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এদিন টায়ার পালটানোর জন্য শিলিগুড়িতে যাচ্ছিল বাসটি। বাস টার্মিনাস থেকে বেরোতে হঠাৎই দুর্ঘটনাটি ঘটে।’

মাল মহকুমার পুলিশ আধিকারিক দেবাশীষ চক্রবর্তী বলেন, ‘কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছি। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা বাস টার্মিনাসের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখব।’

সংবাদদাতাঃ বিদেশ বসু



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PcxI2W

November 30, 2018 at 07:01PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top