বিনি বনসালের পথে হাঁটতে চলেছেন মিন্ত্রা-জাবং এর সিইও?

মুম্বই, ১৬ নভেম্বরঃ এবার সিইও পদ থেকে ইস্তফা দেওয়ার পথে মিন্ত্রা ও জাবং শপিং পোর্টালের সিইও অনন্ত নারায়ণন। সংস্থার নতুন গঠন অনুযায়ী বর্তমানে কল্যাণ কৃষ্ণমূর্তি সংস্থার সর্বময় কর্তা। মিন্ত্রা, জাবং এবং ফোন পে-এর সিইও-রা তাঁকেই রিপোর্ট করবেন।

কল্যাণ কৃষ্ণমূর্তির কাজের ধরন একদম আলাদা। শোনা যাচ্ছে তাঁর সঙ্গে অনন্ত নারায়ণনের সম্পর্ক মোটেই ভালো নয়। সম্প্রতি ফ্লিপকার্টকে অন্য দুটি পোর্টালের থেকে বেশি প্রাধান্য দেওয়ায় এই টানাপোড়েন আরও বেড়েছে। বিনি বনসলের অতি ঘনিষ্ঠ ছিলেন অনন্ত নারায়ণন। আগামীদিনে ফ্লিপকার্টে তাঁর জন্যে যে পথ মসৃণ হবে না, তা সহজেই অনুমান করা যায়।
২০১৪ সালের মে মাসে মিন্ত্রা এবং ২০১৬ সালের জুলাই মাসে জাবং কেনে ফ্লিপকার্ট। ২ হাজার কোটি টাকা ব্যায়ে মিন্ত্রা কিনেছে ফ্লিপকার্ট। জাবং কিনতে খরচ হয়েছিল মাত্র ৫০৪ কোটি টাকা।

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2RY4FSx

November 16, 2018 at 03:54PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top