বান্দাপানিতে হাতির হানায় ক্ষতিগ্রস্ত ৩টি বাড়ি

রাঙ্গালিবাজনা, ১২ নভেম্বরঃ হাতির হানায় ক্ষতিগ্রস্ত হল তিনটি বাড়ি। ঘটনাটি ঘটেছে বীরপাড়ার বন্ধ বান্দাপানি চা বাগানে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত দেড়টা নাগাদ একপাল হাতি চা বাগানের ডিভিশন এলাকায় হানা দেয়। হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় পরপর তিনটি বাড়ি।

এলাকাবাসীরা জানান, দীর্ঘদিন ধরে বাগান বন্ধ থাকায় তাঁদের অর্থনৈতিক অবস্থা এমনিতেই শোচনীয়। তার ওপর লাগাতার চলছে হাতির হানা। এ প্রসঙ্গে বনদপ্তরের দলগাঁওয়ের ডেপুটি রেঞ্জার প্রকাশ থাপা বলেন, ‘ক্ষতিগ্রস্তরা আবেদন করলে সরকারি নিয়ম মেনে ক্ষতিপূরণ দেওয়া হবে।’

সংবাদদাতাঃ মোস্তাক মোরশেদ হোসেন



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PPt3Zf

November 12, 2018 at 05:53PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top