নির্ভরতার অপর নাম মুশফিকুর রহিম। চোখ বন্ধ করে তার ওপর নির্ভর করা যায়। ফের সেই প্রমাণ মিলল। চরম চাপের মধ্যে নেমে খেললেন ২১৯ রানের ম্যারাথন ইনিংস। তার অনবদ্য ইনিংসে জিম্বাবুয়ের বিপক্ষে ৭ উইকেটে ৫২২ রানের (ডিক্লেয়ার) পাহাড় গড়েছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে এ ইনিংস খেলার পথে অসংখ্য রেকর্ড গড়েছেন তিনি। একনজরে সেসব রেকর্ড- ১. টেস্ট ক্রিকেট ইতিহাসে একমাত্র উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে দুটি ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়েছেন মুশফিক। কুমার সাঙ্গাকারাসহ বেশ কজন কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যানের দ্বিশতক থাকলেও কারও দুইবার নেই। ২. টেস্টে বাংলাদেশের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ রানের (২১৯) রেকর্ড গড়েছেন মুশি। আগের রেকর্ডটি ছিল সাকিব আল হাসানের দখলে, (২১৭)। ৩. বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে টেস্টে দুইবার ডাবল সেঞ্চুরি হাঁকানোর কীর্তি গড়েছেন মিস্টার ডিপেন্ডেবল। ৪. টাইগারদের হয়ে টেস্টে চতুর্থ উইকেট জুটিতে মুমিনুল হকের সঙ্গে রেকর্ড ২৬৬ রানের জুটি গড়েছেন মিস্টার পার্টনার। ৫. টিম বাংলাদেশের হয়ে বল খেলার দিক দিয়ে দীর্ঘতম ইনিংসের রেকর্ড গড়েছেন মুশফিক। ৪২১ বল খেলে এ নজির স্থাপন করেছেন। ৪১৭ বল খেলে ১৯০ রান করে এ রেকর্ড দখলে রেখেছিলেন মোহাম্মদ আশরাফুল। ৬. বাংলাদেশের হয়ে সময়ের দিক দিয়ে সবচেয়ে দীর্ঘ ইনিংসের রেকর্ড ভেঙেছেন লিটল ম্যান। ৫৩৬ মিনিট ধরে ব্যাটিং করে এ রেকর্ড গড়েছেন তিনি। আগের রেকর্ডটি ছিল আমিনুল ইসলাম বুলবুলের। বাংলাদেশের অভিষেক টেস্টে ১৪৫ রানের মহাকাব্যিক ইনিংস খেলার পথে ৫৩৫ মিনিট ব্যাটিং করে এ রেকর্ড গড়েছিলেন তিনি। ৭. বাংলাদেশের হয়ে অষ্টম উইকেটে জুটির রানের রেকর্ড গড়েছেন মুশফিক-মিরাজ। ২০১০ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে অষ্টম উইকেটে নাঈম ইসলামের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েন মুশি। মিরাজকে সঙ্গে নিয়ে সেই রান ছাড়িয়ে গিয়েছেন তিনি। এমএ/ ০৫:৩৩/ ১২ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2K3fgch
November 12, 2018 at 11:38PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন