রায়গঞ্জ, ২৭ নভেম্বরঃ ৩০ ডিসেম্বর বাংলাদেশে সংসদীয় নির্বাচন। তার আগে আন্তর্জাতিক সীমান্তকে কড়া নিরাপত্তা বেষ্টনীতে মুড়ে ফেলার সিদ্ধান্ত নিয়েছে সীমান্তরক্ষীবাহিনী। প্রতিবেশী রাষ্ট্রের নির্বাচনকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ সীমান্ত বরাবর জেলাগুলিতে যাতে কোনোরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে বিশেষ নজর দেওয়া হবে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এই কাজে প্রয়োজনে পুলিশের সহযোগিতা নেওয়া হবে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলার সঙ্গে বাংলাদেশ সীমান্ত ভাগ করে নিয়েছে। নির্বাচনের সময় ওই এলাকাগুলি দিয়ে যাতে অবাঞ্ছিত ব্যক্তি যাতায়াত করতে না পারে, সেই জন্য জোর টহলদারি চলবে। এই বিষয়ে সমস্ত আউটপোস্টগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার জেলায় থাকা ১৪৬, ১৭১, ৯৪, ১৩৫, ৫১, ১৬৭ নম্বর ব্যাটেলিয়নের বিএসএফ আধিকারিকদের সঙ্গে বৈঠক করলেন উত্তর দিনাজপুরের জেলাশাসক ও জেলা পুলিশ সুপার সহ জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। জেলাশাসক অনবিন্দকুমার মিনা জানিয়েছেন, আন্তর্জাতিক সীমারেখা বরাবর গ্রামগুলিতে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বিএসএফ এবং পুলিশ সমন্বয় রেখে কাজ করবে।
সংবাদদাতাঃ বিশ্বজিত্ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SeyNZM
November 27, 2018 at 07:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন