সিলেট, ০৪ নভেম্বর- প্রথম টেস্টের প্রথম দিনে পাঁচ উইকেট হারিয়ে ২৩৬ রান করা জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় দিনের ব্যাটিং শুরু করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত সফরকারীদের স্কোর আড়াইশ ছুঁয়েছে। বড় স্কোরের দিকে আগাচ্ছে ইনিংস। যদিও একে এই মাঠে খুব একটা বড় স্কোর হিসেবে দেখছেন না ক্রিকেটবোদ্ধারা। টসে জিতে ব্যাট করতে নামা সফরকারী দলের হয়ে সর্বোচ্চ ৮৮ রান করা শন উইলিয়ামস গতকাল দিনের খেলা শেষে জানিয়েছেন, প্রথম ইনিংসে অন্তত ৩০০ থেকে ৩৫০ রান তুলতে চায় তার দল। তিনি বলেন, কত রান তুলতে পারবো সেটা নিভর্র করবে আগামীকালকের (আজকের) সকালের ওপর। এই মুহূর্তে পিটার মুর আর রেগিস চাকাভার জুটিটা খুবই গুরুত্বপূর্ণ। আমি মনে করি অন্তত ৩০০ থেকে ৩৫০ রান করা উচিত আমাদের। এমনকি ৪০০ রানও তোলা সম্ভব। যদিও সেটা অনেক দূরের পথ। প্রতিপক্ষের এমন পারফরম্যান্সের পরও সিলেট টেস্টের প্রথম দিন শেষে নিজেদেরই এগিয়ে রাখছে বাংলাদেশ। এমন অভিমত দিলেন সিলেটের ঘরের ছেলে আবু জায়েদ রাহি। তিনি বলেন, অবশ্যই বাংলাদেশকে এগিয়ে রাখব। কারণ এ উইকেটে ওরা কম রানই করছে। জিম্বাবুয়েকে ৩২০ রানের মধ্যে আটকানোর লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ওদের একটা উইকেট পড়লেই কিন্তু টেল এন্ডাররা চলে আসবে। আমার মনে হয় আমাদের লক্ষ্য থাকবে আগে এক উইকেট নেওয়া। সেটা হলে ওদের ৩২০ এর মধ্যে আটকে দিতে পারব। এ উইকেট শেষের দিকে গিয়ে কিন্তু টার্ন করে। আমরা যদি এগিয়ে থাকতে পারি প্রথম ইনিংসে তা হলে সেকেন্ড ইনিংস মনে হয় না ওরা বেশি করতে পারবে। এমইউ/১১:১০/০৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2zAnQKL
November 04, 2018 at 05:09PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন