সিলেট, ০৪ নভেম্বর- যত দ্রুত সম্ভব জিম্বাবুয়েকে গুটিয়ে দেয়ার প্রত্যয় নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। চেষ্টাও চালাচ্ছেন টাইগাররা। তবে সাফল্য আসছিল না। তাদের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন পিটার মুর ও রেজিস চাকাভা। ছন্দময় ব্যাটিং করছিলেন তারা। তবে হঠাৎই ছন্দপতন। খেই হারালেন চাকাভা (২৮)। শর্ট লেগে নাজমুল হোসেন শান্তকে ক্যাচ দিয়ে ফিরলেন তিনি। তার বিদায়ে ভাঙে ৬০ রানের জুটি। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও স্বাগতিকদের প্রথম সাফল্য এনে দিলেন তাইজুল ইসলাম। শেষ খবর পর্যন্ত ৬ উইকেটে ২৬৫ রান করেছে সফরকারীরা। এখন পথের কাঁটা হয়ে রয়েছেন মুর (৫৪)। ইতিমধ্যে ক্যারিয়ারের চতুর্থ টেস্ট ফিফটি তুলে নিয়েছেন তিনি। এখন দেখার বিষয় তাকে ফিরিয়ে কত দ্রুত রোডেশিয়ানদের অলআউট করতে পারে বাংলাদেশ। আগের দিনের ৫ উইকেটে ২৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। পিটার মুর ৩৭ ও রেজিস চাকাভা ২০ রান নিয়ে খেলা শুরু করেন। সিলেট টেস্টের প্রথম দিন দেখা গেছে ব্যাট-বলের দারুণ লড়াই। শন উইলিয়ামস (৮৮) ও হ্যামিল্টন মাসাকাদজার (৫২) ফিফটিতে আড়াইশ রানের কাছে গিয়ে পৌঁছেছে জিম্বাবুয়ে। অন্যদিকে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিয়ে ম্যাচ নিয়ন্ত্রণের বাইরে যেতে দেয়নি বাংলাদেশ। তাইজুল ইসলাম শিকার করেন ২ উইকেট। ফলে দিন শেষে দুই দল প্রায় সমানে-সমান থাকে। এমইউ/১১:৪০/০৪ নভেম্বর
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2SKa40P
November 04, 2018 at 05:40PM
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন