সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন যারা

Sylhet-2-1-768x492বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সিলেট-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জাতীয়পার্টি, খেলাফত মজলিসসহ অন্যান্য দলের ১২ জন প্রার্থী। তবে এই আসনটি জাতীয় পার্টিকে এবারো ছাড় দেওয়ায় আওয়ামী লীগ কোন প্রার্থী দেয়নি।

মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল বুধবার। এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত জেলা রির্টানিং কর্মকর্তার কার্যালয়ে সিলেট জেলা রির্টানিং কর্মকর্তা জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলামের কাছে একে একে আনন্দ মুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। তবে চারজন প্রার্থী বিশ্বনাথে উপজেলা রির্টানিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন।

এর মধ্যে জাতীয় পার্টির বর্তমান সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া, ‘নিখোঁজ’ ইলিয়াস আলীর স্ত্রী বিএনপি চেয়াপার্সনের উপদেষ্ঠা তাহসিনা রুশদীর লুনা ও তার ছেলে আববার ইলিয়াস, বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মুহিবুর রহমান, গণফোরামের মোকাব্বির খান, খেলাফত মজলিসের মুনতাসির আলী, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের মো. মুশাহিদ খান, ন্যাশনাল পিপলস পার্টির মো. মনোয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাওলানা মো. আমির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী ড. এনামুল হক সরদার, মোহাম্মদ আব্দুর রব ও মো. হাবিবুর রহমান মনোনয়ন পত্র জমা দেন।

বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা নিয়ে গঠিত সিলেট-২ আসনে মোট ভোটার ২ লাখ ৮৬ হাজার ৩৮০ জন। তন্মধ্যে নারী ভোটার ১ লাখ ৪১ হাজার ৫৪৫ ও পুরুষ ভোটার ১ লাখ ৪৪ হাজার ৮৩৫ জন। সর্বশেষ দশম জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন জাতীয় পার্টির ইয়াহইয়া চৌধুরী এহিয়া। এর আগে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির এম ইলিয়াস আলী নির্বাচিত হয়েছিলেন।

ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র বাছাই হবে ২ ডিসেম্বর। বৈধ প্রার্থীরা আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন। পরদিন ১০ ডিসেম্বর প্রতীক বরাদ্দ করা হবে। প্রার্থীরা ১১ ডিসেম্বর থেকেই প্রচারে নামতে পারবেন। ভোটগ্রহণ আগামী ৩০ ডিসেম্বর।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2QsQMP5

November 29, 2018 at 09:35PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top