ইলিয়াসপত্নী লুনা ও পুত্র আবরারের মনোনয়নপত্রে ভুল তথ্যের অভিযোগ!

132547বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নিখোঁজ বিএনপি নেতা ইলিয়াস পত্নী তাহসিনা রুশদীর লুনা ও তার ছেলে আবরার ইলিয়াস অর্ণবের মনোনয়নপত্রে ভূল তথ্য প্রদান করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে।

বৃহস্পতিবার রিটার্নিং কর্মকর্তা ও সিলেট জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন তাজপুর বাজার দুলিয়ার বন এলাকার মৃত আজিজের ছেলে মো. সমর আলী।

অভিযোগে তিনি উল্লেখ করেন, তার নির্বাচনী এলাকা সিলেট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী তাহসিনা রুশদির লুনা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত ছিলেন। নির্বাচনে অংশ নিতে তিনি চাকুরী থেকে ইস্তফা দিয়ে প্রার্থী হয়েছেন। সংশিষ্ট আইনানুসারে তার প্রার্থীতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া বিএনপি মনোনীত অপর প্রার্থী আবরার ইলিয়াস অর্ণব-এর বয়স ও পেশা সংক্রান্ত তথ্যে মিথ্যার আশ্রয় নিয়েছেন। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এই দুই প্রার্থীর মনোনয়ন পত্রের সকল তথ্যাদি এবং সংশ্লিষ্ট কাগজপত্র গভীরভাবে যাচাই-বাছাই করার দাবি জানান তিনি।



from সিলেট – দ্যা গ্লোবাল নিউজ ২৪ https://ift.tt/2DPHbew

November 29, 2018 at 09:31PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top