ওয়াশিংটন, ১৬ নভেম্বরঃ ইস্তানবুলে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের ১৭ জন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আমেরিকার।
নিষিদ্ধ সৌদি নাগরিকদের তালিকায় রয়েছেন যুবরাজ মহম্মদ বিন সলমনের প্রাক্তন ঘনিষ্ঠ সহচর সাউদ আর-কাহতানি এবং তুরস্কের সৌদি কনসাল জেনারেল মহম্মদ আলোতাইবি। জানা গিয়েছে, বৃহস্পতিবার মার্কিন রাজস্ব সচিব স্টিভেন নিউচিন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমেরিকায় বসবাস ও কর্মরত সাংবাদিকদের হত্যাকারীরা, নিজেদের কৃতকর্মের ফল ভোগ করবেন।’ সৌদি আরবের সরকারি আইনজীবীর দপ্তরের তরফেও খাশোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত ১১ জনের মধ্যে ৫ জনের মৃত্যুদণ্ডের আর্জি জানানো হয়েছে।
উল্লেখ্য, ২ অক্টোবর সৌদি নীতির কট্টর সমালোচক জামাল খাশোগিকে ইস্তানবুলের সৌদি দূতাবাসে হত্যা করা হয়েছিল।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z828OA
November 16, 2018 at 05:37PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন