খাশোগি হত্যাকাণ্ডঃ ১৭ সৌদি নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আমেরিকার

ওয়াশিংটন, ১৬ নভেম্বরঃ ইস্তানবুলে সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি আরবের ১৭ জন নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি আমেরিকার।

নিষিদ্ধ সৌদি নাগরিকদের তালিকায় রয়েছেন যুবরাজ মহম্মদ বিন সলমনের প্রাক্তন ঘনিষ্ঠ সহচর সাউদ আর-কাহতানি এবং তুরস্কের সৌদি কনসাল জেনারেল মহম্মদ আলোতাইবি। জানা গিয়েছে, বৃহস্পতিবার মার্কিন রাজস্ব সচিব স্টিভেন নিউচিন এক বিবৃতিতে জানিয়েছেন, ‘আমেরিকায় বসবাস ও কর্মরত সাংবাদিকদের হত্যাকারীরা, নিজেদের কৃতকর্মের ফল ভোগ করবেন।’ সৌদি আরবের সরকারি আইনজীবীর দপ্তরের তরফেও খাশোগি হত্যাকাণ্ডে অভিযুক্ত ১১ জনের মধ্যে ৫ জনের মৃত্যুদণ্ডের আর্জি জানানো হয়েছে।

উল্লেখ্য, ২ অক্টোবর সৌদি নীতির কট্টর সমালোচক জামাল খাশোগিকে ইস্তানবুলের সৌদি দূতাবাসে হত্যা করা হয়েছিল।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2z828OA

November 16, 2018 at 05:37PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top