রায়গঞ্জ ১৪ ডিসেম্বরঃ আদিবাসী দুই কিশোরীকে ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযোগের ঘটনায় অভিযুক্ত ৬ জনকে কারাদণ্ডের নির্দেশ দিল রায়গঞ্জ জেলা আদালত। শুক্রবার রায়গঞ্জের মুখ্য বিচার বিভাগীয় আদালত অভিযুক্ত নবীন শীল (২০ বছর), সিদ্ধার্থ নুনিয়া (২০ বছর), উৎপল চাকি (সশ্রম ৫ বছর), পান্না সরকার (ধর্ষণের চেষ্টার অভিযোগে ১০ বছর), বাপ্পা পাশোয়ান (পকসো-৫ বছর, সশ্রম) ও মুন্না রায় (পকসো-৫ বছর)-কে কারাদণ্ডের নির্দশ দেয়। ঘটনায় জড়িত অপর তিন অভিযুক্ত চন্দন দত্ত, জয়ন্ত দাস ও বিজয় দাসের শাস্তি হয়ে যাওয়ার কারণে তাদের মুক্তি দেওয়া হয়। এই বিষয়ে আদিবাসী সংগঠনের নেতা নেপোলিয়ান হেমব্রাম বলেন, ‘আমরা এই রায়ে খুশি। এই রায় যাতে বহাল থাকে তার জন্য আমরা উচ্চ আদালতে যাব।’
উল্লেখ্য, ২০১৭ সালে বিজেপির ডাকা জেলা বনধের দিন রায়গঞ্জ পুরবাস স্ট্যান্ডে চার আদিবাসী মহিলাকে শ্লীলতাহানি ও ধর্ষণ করার অভিযোগ ওঠে বেশ কয়েকজন দুষ্কৃতির বিরুদ্ধে।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zXSLBw
December 14, 2018 at 10:36PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন