সামসী, ১৪ ডিসেম্বরঃ অনলাইন শপিংয়ে মোবাইল ফোন অর্ডার করেছিল এক যুবক। কিন্তু মোবাইল ফোনের বদলে এল একটি কোমরের বেল্ট, পার্স ও হেডফোন। হরিশ্চন্দ্রপুরের পিপলতলা গ্রামের ঘটনা।
প্রতারণার শিকার মহম্মদ সামিরুল ইসলাম জানায়, গত ২৮ নভেম্বর সে অনলাইনে একটি মোবাইল ফোন অর্ডার করেছিল। চলতি মাসের ১৩ তারিখে পার্সেলটি আসে। সেটি খুলতেই আতকে ওঠে সামিরুল। দেখে যায়, পার্সেলটিতে রয়েছে একটি কোমরের বেল্ট, পার্স ও হেডফোন। এই ঘটনায় ওই অনলাইন শপিং সংস্থার বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করবে বলে জানায় সামিরুল।
হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জীব বিশ্বাস বলেন, ‘অভিযোগ পেলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SNOEiq
December 14, 2018 at 10:50PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন