মাদারিহাট, ১৬ ডিসেম্বরঃ ধুমচিপাড়া চা বাগানের ত্রাস চিতাবাঘ অবশেষে ধরা পড়ল। বাগানের দুটি শিশুকে মেরে এই চিতাবাঘটিই মানুষখেকো হয়ে উঠেছে কিনা তা নিয়ে বিস্তর জল্পনা চলেছে। বন দপ্তরের কর্তারাও বিষয়টি নিয়ে চিন্তায় পড়েছেন। গত ১২ ডিসেম্বর বাগানের শ্রমিকবস্তিতে ঢুকে ৫ বছরের একটি শিশুকে তুলে নিয়ে একটি চিতাবাঘ। তার আগে এই বাগানেই বাবার স্কুটার থেকে আরেকটি শিশুকে টেনে নিয়ে গিয়েছিল চিতাবাঘ। দুটি ঘটনাই একটি চিতাবাঘের কাণ্ড বলে আশঙ্কা বনকর্তাদের একাংশেরও। বাগানে চিতাবাঘ ধরতে খাঁচাও পেতেছিল বন দপ্তর।
রবিবার সকালে বাগানের শ্রমিক কৃষ্ণা মুন্ডা ১২ নম্বর সেকশনে বন দপ্তরের পাতা খাঁচার ভিতর গর্জন শুনে কাছে গিয়ে দেখেন একটি চিতাবাঘ ধরা পড়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে বাগানের আতঙ্ক হয়ে ওঠা চিতাবাঘটিই ধরা পড়েছে খাঁচায়। তবে, বন দপ্তর এখনও এ ব্যাপারে কিছু জানায়নি।
ছবিঃ খাঁচায় ধরা পড়ে ক্ষিপ্ত চিতাবাঘ।– নীহাররঞ্জন ঘোষ
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Bpy5lV
December 16, 2018 at 10:14AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন