পার্থ, ১৬ ডিসেম্বরঃ প্রথম টেস্টে ভারত জয় পেলেও ফ্যাকাশে থেকে গিয়েছিলেন ভারত অধিনায়ক। প্রচারের সব আলো টেনে নিয়েছিলেন চেতেশ্বর পূজারা। দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি করে ফের নিজের ক্লাস চেনালেন বিরাট কোহলি। পার্থে তৃতীয় দিনে ২৫তম সেঞ্চুরি করলেন ভিকে। যদিও তাঁর সেঞ্চুরির পরও ভালো জায়গায় নেই ভারত। এখনও অস্ট্রেলিয়ার থেকে ৭৪ রানে পিছিয়ে রয়েছে বিরাট বাহিনী। হাতে রয়েছে মাত্র তিনটি উইকেট। লাঞ্চের ঠিক আগেই বিরাট বিতর্কিত ক্যাচ আউট না হলে ভারতের চিন্তা কিছুটা কম হত। টেলএন্ডারদের নিয়ে ঋষভ পন্থ কতক্ষণ লড়াই করতে পারেন, সেটাই এখন দেখার।
১৭২ রানে ৩ উইকেট স্কোর নিয়ে তৃতীয় দিনে খেলতে নেমেছিল ভারত। কোনো রান যোগ হওয়ার আগেই নাথান লায়োনের বলে আউট হয়ে যান অজিঙ্কা রাহানে। হনুমা বিহারী (২০)-কে নতুন করে লড়াই শুরু করেন বিরাট। দুজনে মিলে ৫০ রান জোড়ার পর জোশ হ্যাজেলউডের শিকার হন হনুমা। যদিও তাতে বিরাটকে রোখা যায়নি। খারাপ বল পেলেই দেখা মিলছিল ‘বিরাট স্পেশাল’ ড্রাইভের। কিন্তু ১২৩ রানের মাথায় প্যাট কামিন্সের বলে ড্রাইভ করতে গিয়ে স্লিপে ধরা পরেন বিরাট। যদিও পিটার হ্যান্ডসকম্ব ঠিকভাবে ক্যাচ ধরেছিলেন কী না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এক বল পরেই আউট হন মহম্মদ শামি। ১৪ রান করে ক্রিজে আছেন ঋষভ।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QAtozU
December 16, 2018 at 10:55AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন