খারাপ আবহাওয়ায় আন্দামানে আটকে ১২০০ পর্যটক

পোর্ট ব্লেয়ার, ১৬ ডিসেম্বরঃ খারাপ আবহাওয়া ও উত্তাল সমুদ্রের জেরে আন্দামানের হ্যাভলক দ্বীপে আটকে পড়েছেন ১২০০ জন বাঙালি পর্যটক। কিন্তু এখনও পর্যন্ত ওই পর্যটকদের বেশিরভাগকেই উদ্ধার করতে পারেনি উপকূলরক্ষী বাহিনী। পর্যটকদের আনতে রবিবার আরও ভেসেল পাঠানো হচ্ছে।  বঙ্গোপসাগরে অতি গভীর নিম্নচাপের জেরে  সপ্তাহের মাঝামাঝি ছোট্টো হ্যাভলক দ্বীপে আটকে পড়েন পর্যটকরা। বহু চেষ্টার পর শুক্রবার প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে পারেন তাঁরা। শনিবার হ্যাভলক রওনা দেয় দুটি ভেসেল। কিন্তু সমুদ্র উত্তাল থাকায় সব পর্যটকদের উদ্ধার করে পোর্ট ব্লেয়ারে নিয়ে আসা সম্ভব হয়নি। দুর্ঘটনার ভয়ে ভেসেলে বেশি পর্যটকও তোলা হয়নি। আবহাওয়ার সামান্য উন্নতি হওয়ায় রবিবার থেকে তাই দ্বিতীয় দফায় উদ্ধারকাজ শুরু হয়েছে। খারাপ আবহাওয়ার জন্য পোর্ট ব্লেয়ার বিমানবন্দরের পরিসেবাও বন্ধ করে দেওয়া হয়েছে। বাতিল করা হয়েছে সব বিমান। ফলে পোর্ট ব্লেয়ার থেকে যে সব পর্যটকদের ফেরার কথা ছিল, তাঁরাও আটকে পড়েছেন।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zXIULR

December 16, 2018 at 11:28AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top