শিবগঞ্জ সীমান্তে ২টি পিস্তল ১৪ রাউন্ড গুলি ৩টি ম্যাগজিন উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউননিয়নের তারাপুর মাঠ এলাকা থেকে ২টি পিস্তল, ১৪ রাউন্ড  গুলি, ৩টি  ম্যাগজিন উদ্ধার করেছে বিজিবি। তবে এঘটনায় কাউকে আটক করতে পারনি।
চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক সাজ্জাদ সরোয়ার, পিএসসি এক প্রেস নোটে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে রংপুরের আরআইবি’র ব্যুরো চীফ লেঃ কর্ণেল তৌফিক আহমেদ চৌধুরী, চাঁপাইনবাবগঞ্জস্থ ৫৩ বিজিবি ব্যাটালিয়নে উপ-অধিনায়ক মেজর এখলাছুর রহমানের নেতৃত্বে মাসুদপুর বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউননিয়নাধীন মাসুদ ঠুঠাপাড়া সীমান্ত এলাকার  ৪/৫ -১এস নং পিলার হতে ১৫০গজ বাংলাদেশের অভ্যান্তরে তারাপুর মাঠে ভুট্টা ক্ষেতে অভিযান চালায়। পরে ভুট্টা ক্ষেতে একটি গাছের গোড়ায় মাটির নীচে লুকায়িত অবস্থায়  ২টি বিদেশী পিস্তুল, ৩টি ম্যাগজিন ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য  ২লাখ ১৭হাজার ৮শ টাকা। উদ্ধার কৃত অস্ত্র, গুলি ও ম্যাগজিন শিবগঞ্জ থানায় জমা দেয়া হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-১২-১৮


from Chapainawabganjnews http://bit.ly/2EFjMgg

December 23, 2018 at 09:19PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top