বাতাবাড়ি নিজেদের সংগঠনের উন্নয়নের দাবি জানাল নস্য শেখ সম্প্রদায়

মেটেলি, ২৩ ডিসেম্বরঃ উত্তরবঙ্গের নস্য শেখ সম্প্রদায়ের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ গঠন সহ এই সম্প্রদায়ের মানুষদের তপশিলি জাতির অন্তর্ভুক্ত করার দাবি জানাল উত্তরবঙ্গ নস্য শেখ উন্নয়ন মঞ্চ। আজ মেটেলি ব্লকের পূর্ব বাতাবাড়ি সিএম উচ্চ বিদ্যালয়ে সংগঠনের এক সভায় এই দাবি জানান কর্মকর্তারা। সংগঠনের নতুন মেটেলি ব্লক কমিটিও গঠন করা হয় এদিন। সংগঠন সূত্রে খবর, উত্তরবঙ্গের মুসলিম জনসংখ্যার মোট ৩০ শতাংশ নস্য শেখ। প্রায় ৩০-৩৫ লক্ষ মানুয এই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাদের জন্য পৃথক উন্নয়ন পর্ষদ নেই। এছাড়াও সাংবিধানিকভাবে নস্য শেখ তাপশিলি জাতির অন্তর্ভুক্ত। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি গোলাম নবী আজাদ বলেন, ইতিমধ্যেই এই দুই দাবির ভিত্তিতে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলার সাংসদ, জেলা শাসক সহ মুখমন্ত্রীকে দাবিপত্র পাঠানো হয়েছে।

সংবাদদাতাঃ রহিদুল ইসলাম

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2QKW3Th

December 23, 2018 at 09:56PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top