বন্ধ মার্কিন কোষাগার, বেতনহীন আট লক্ষ সরকারি কর্মী

ওয়াশিংটন, ২২ ডিসেম্বরঃ আর্থিক জটিলতার কারণে ক্রিসমাসের ছুটির আগেই ঝাঁপ বন্ধ হতে শুরু করেছে আমেরিকার সরকারি দপ্তরগুলির। এর ফলে শনিবার থেকে বিনা বেতনে কাজ করছেন প্রায় চার লক্ষ কর্মী। ছুটিতে পাঠানো হয়েছে আরও চার লক্ষ সরকারি কর্মীকে। সব মিলিয়ে বিপদের মুখে আট লক্ষ মার্কিন সরকারি কর্মীর ভবিষ্যৎ। ওয়াকিবহালমহলের মতে, হয় মাইনে না নিয়ে তাঁদের মাসের পর মাস কাজ করে যেতে হবে। না হলে, খোয়াতে হবে সরকারি চাকরি।

মাইনে দেওয়া সম্ভব নয় বলে জানিয়ে দেওয়া হয়েছে মার্কিন বিদেশ, বাণিজ্য, হোমল্যান্ড সিকিওরিটি(অভ্যন্তরীণ নিরাপত্তা), বিচারবিভাগ ও কৃষি দফতরগুলির বহু কর্মীকে। অন্যদিকে, কংগ্রেস এখনও সরকারি বাজেট অনুমোদন করেনি বলে ইতিমধ্যেই ছুটিতে যেতে বলা হয়েছে নাসার বেশির ভাগ কর্মীকে। আগামীদিনে কীভাবে প্রশাসন চালানো সম্ভব তা নিয়ে তৈরি হয়েছে জটিলতা।

উল্লেখ্য, আমেরিকা-মেক্সিকো সীমান্তে দেওয়াল তুলতে ৫০০ কোটি ডলারের বিল পাস করানোর দাবি করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু কংগ্রেসে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান সেনেটররা একমত না হওয়ায় স্থানীয় সময় সন্ধে সাতটা নাগাদ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস এবং রাত আটটা নাগাদ সেনেট মুলতুবি হয়ে যায়। তারপর শনিবার মধ্যরাত ১২টা থেকেই শাট ডাউন চালু হয়ে গিয়েছে সরকারি দপ্তরগুলিতে। এরই সঙ্গে সঙ্গেই কয়েক লক্ষ কর্মচারীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়ল অনির্দিষ্টকাল পর্যন্ত।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2PUzLcd

December 22, 2018 at 06:51PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top