লখনউ, ২২ ডিসেম্বরঃ উত্তরপ্রদেশে ছয় বছরের এক শিশুকে পিটিয়ে খুন করল অপহরণকারীরা।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার সময় ওই শিশু ও তার ভাইকে কয়েকজন ব্যক্তি অপহরণ করে। ওই দুই শিশুকে অপহরণের পর তাদের বাবার কাছ থেকে ৫০ লক্ষ টাকা মুক্তিপণ হিসেবে দাবি করে অপহরণকারীরা। তবে, পুলিশ বিষয়টি জানতে পেরেছে খবর পেয়ে ওই দুই শিশুর উপর অত্যাচার চালায় অপহরণকারীরা। খবর পেয়ে পুলিশ হানা দিলে দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে। এই ঘটনায় একজন শিশুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হলেও অপরজনের মৃত্যু হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ‘অপহরণের সঙ্গে যুক্ত চারজনকেই গ্রেফতার করা হয়েছে।’ ঘটনার পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ওই পরিবারের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন। আহত শিশুর চিকিৎসার জন্য ২ লক্ষ টাকা দেওয়ার কথাও ঘোষণা করেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2V4gGrZ
December 22, 2018 at 06:57PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন