মুম্বই, ৭ ডিসেম্বরঃ মহারাষ্ট্রে একটি অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় সড়ক-পরিবহণ মন্ত্রী নীতীন গড়করি। শুক্রবার আহমেদনগরে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। জাতীয় সঙ্গীত চলাকালীন মঞ্চে দাঁড়িয়ে ছিলেন। কিন্তু কিছুপরেই অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন তিনি। মঞ্চেই জ্ঞান হারান। ওই মুহূর্তে তাঁকে ধরে ফেলেন রাজ্যপাল সিএইচ বিদ্যাসাগর রাও এবং অন্যান্যরা। তড়িঘড়ি তাঁকে চিকিৎসকের কাছেও নিয়ে যাওয়া হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, শরীরে অক্সিজেনের অভাবে রক্তচাপ কমে যাওয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী। আপাতত তিনি সুস্থই রয়েছেন।
ইতিমধ্যেই শিরডির উদ্দেশ্যে রওনাও হয়েছেন গড়করি। তিনি টুইট করে বলেন, ‘অক্সিজেনের অভাবে রক্তচাপ কমে যায়। ফলে অজ্ঞান হয়ে পড়ি। পরে ব্লাড সুগার এবং রক্তচাপ পরীক্ষা করেছেন চিকিৎসকরা। রিপোর্ট ভালই এসেছে। এখন আগের তুলনায় সুস্থই আছি, চিন্তার কোনও কারণ নেই।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2QDb5tm
December 07, 2018 at 05:54PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন