নয়াদিল্লি, ৭ ডিসেম্বরঃ মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কৃষ্ণমূর্তি সুব্রহ্মনিয়ানকে নিয়োগ করল কেন্দ্র। তিন বছর ওই পদে তিনি থাকবেন বলে সংবাদসংস্থা পিটিআই সূত্রে খবর।
প্রাক্তন মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা অরবিন্দ সুব্রহ্মনিয়ানের সময় শেষ হওয়ার আগেই এই পদ থেকে সরে যাওয়ায় গত জুন মাসের ৩০ তারিখ অ্যাপ্লিকেশন আহ্বান করে কেন্দ্র। কেন্দ্রীয় অর্থমন্ত্রকে নতুন মুখ্য অর্থনৈতিক পরামর্শদাতা খুঁজতে নিয়োগ করেছিল আরবিআইয়ের প্রাক্তন গভর্নর বিমল জালানকে। তিনি প্রার্থী শর্টলিস্ট করার দায়িত্বে ছিলেন। তাঁর সঙ্গ দেন ইকোনমিক অ্যাফেয়ার্স সেক্রেটারি সুভাষ চন্দ্র গর্গ, ডিপার্টমেন্ট অব পার্সোনাল ট্রেনিংয়ের সেক্রেটারি বিপি শর্মা।
কৃষ্ণমূর্তি ফিনান্স অ্যান্ড এক্সিকিউটিভ ডিরেক্টরের অ্যাসোসিয়েট প্রফেসর হিসাবে কাজ করছেন ইন্ডিয়ান স্কুল অব বিজনেসের সেন্টার ফর অ্যানালিটিক্যাল ফিনান্সে। শিকাগো বিশ্ববিদ্যালয়ের বুথ স্কুল থেকে পিএইচডি ডিগ্রি পেয়েছেন। আইআইএম কলকাতা থেকে এমবি পাশ করেছেন তিনি এবং আইআইটি কানপুরের প্রাক্তনী।
তিনি বন্ধন ব্যাংকের বোর্ডে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ব্যাংক অ্যাকাডেমি এবং আরবিআই অ্যাকাডেমিতেও কাজ করেছেন। সেবি এবং রিজার্ভ ব্যাংকের এক্সপার্ট কমিটি মেম্বার হিসেবে কাজ করেছেন তিনি।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2SwIwuL
December 07, 2018 at 05:33PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন