সিডনি, ১ ডিসেম্বরঃ অনুশীলন ম্যাচের দ্বিতীয় দিন ছয় রান দিয়ে দু ওভার বল করেছিলেন ভারত অধিনায়ক। তৃতীয় দিন আবার বল হাতে নেমে উইকেট তুলে নিলেন। উইকেট নিয়ে নিজেই যেন একটু লজ্জা পেয়ে গেলেন বিরাট। শুক্রবার বল করে সমর্থকদের বাহবা পেয়েছিলেন। তাঁর সেই বলের ভিডিও পোস্ট করে সমর্থকরা প্রশংস্যায় ভরিয়েছিলেন। তাতেই হয়ত বেড়ে গিয়েছিল আত্মবিশ্বাস। যার ফলে শনিবার অনুশীলন ম্যাচের শেষ দিন দক্ষিণ অস্ট্রেলিয়ার উইকেটকিপার-ব্যাটসম্যান হ্যারি নিয়েলসেনের উইকেট তুলে নেন বিরাট।
বিরাটের বল নিয়েলসেনের ব্যাটে লেগে মিড-অনে জমা হয় উমেশ যাদবের হাতে। উইকেট নিয়ে বিরাট যেন একটু অস্বস্তিতেই পড়ে গেলেন। তার পরই উৎসবে মাতলেন। তাঁর সঙ্গে গোটা দল আনন্দে মাতল।
আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ঝুলিতে রয়েছে আটটি উইকেট। শেষ উইকেট নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লসের। তাও আবার ২০১৬-এর টি২০ বিশ্বকাপে। অনুশীলন ম্যাচে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশকে ৫৪৪ রানে আটকাতে সমর্থ হয়। ১৮৬ রানের লিডও নিয়ে নিল তারা।
৬ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ। চার ম্যাচের টেস্ট সিরিজ শেষে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলেই দেশে ফিরবে ভারত।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2E7neAL
December 01, 2018 at 12:02PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন