ওয়াশিংটন, ১ ডিসেম্বরঃ প্রয়াত হলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশ। পরিবারের তরফে জানানো হয়েছে শুকেরবার গভীর রাতে মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৪ বছর।
১৯৮৯ থেকে ১৯৯৩ পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের পদ সামলেছেন তিনি। প্রেসিডেন্ট পদের দায়িত্ব সামলানোর আগে নেভি পাইলট এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় লেফটেনেন্ট পদ সামলেছেন তিনি। এছাড়া স্নায়ুযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সিনিয়র বুশ। ১৯২৪ সালের ১২ জুন ম্যাসাচুসেটস এর মিলটনে জন্মগ্রহণ করেন তিনি। তিনি এবং প্রাক্তন ফার্স্ট লেডি বারাবারা বুশ সবচেয়ে লম্বা সময়ের জন্য বিবাহিত প্রেসিডেন্সিয়াল দম্পতি হিসেবে রেকর্ড গড়েন। ৬ জানুয়ারি তাঁদের ৭৩ তম বিবাহবার্ষিকী পালন করেন তাঁরা। তাঁদেরছেলে জর্জ ডব্লিউ বুশ ২০০০ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হব এবং পরপর দু’বার সেই পদ সামলান।
Statement by the 43rd President of the United States, George W. Bush, on the passing of his father this evening at the age 94. pic.twitter.com/oTiDq1cE7h
— Jim McGrath (@jgm41) December 1, 2018
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Snl17g
December 01, 2018 at 11:20AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন