কলকাতা, ২৮ ডিসেম্বরঃ রাজ্যের তিন হাজার ক্লাবকে ফের অনুদান দেবে রাজ্য সরকার। তৃণমূলের বিধায়কদের বাছাই করা ক্লাবগুলিকে অনুদান দেওয়া হবে। ক্লাব পিছু ২ লক্ষ টাকার প্রথম কিস্তি দিতে এই প্রকল্পে এখন অতিরিক্ত প্রায় ৩০ কোটি টাকা খরচ হবে।
ক্লাবগুলিকে অনুদান দেওয়া নিয়ে বারবার প্রশ্ন উঠলেও অনুদান বণ্টন নিয়ে পিছোতে রাজি নয় সরকার। বিশেষত ভোটের বছরে। ইতিমধ্যেই নতুন ক্লাবের নাম নথিভুক্ত করার জন্য বিধায়কদের কাছে ক্রীড়া দফতরের নির্দিষ্ট ফর্ম বিলি করা শুরু হয়েছে। ডিসেম্বর-জানুয়ারির মধ্যে সেই তালিকা জমা নিয়ে তা পরীক্ষার কাজ সেরে ফেলা হবে। সব পরিকল্পনামতো এগোলে ফেব্রুয়ারির মধ্যে দফতরের তরফে কেন্দ্রীয় ভাবে এই টাকা বিলির অনুষ্ঠান হওয়ার কথা। জানা গিয়েছে, যে সব ক্লাব সরকারের অনুদানের তালিকায় রয়েছে, সেগুলির বকেয়া কিস্তি দেওয়ার কাজও শেষ করা হবে এই সময়ের মধ্যে।
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RpPAwA
December 28, 2018 at 12:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন