বুলন্দশহর, ২৮ ডিসেম্বরঃ উত্তরপ্রদেশের বুলন্দশহরে পুলিশ ইনস্পেক্টর খুনের ঘটনায় মূল অভিযুক্ত প্রশান্ত নাট-কে গ্রেফতার করল পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে যে বন্দুক দিয়ে গুলি চালানো হয়েছিল সেই বন্দুকটিও।
৩ ডিসেম্বর বুলন্দশহরের একটি গ্রামে গো-হত্যার অভিযোগ তুলে কিছু লোক বিক্ষোভ দেখাচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইনস্পেক্টর সুবোধ কুমার সিং সেখানে গেলে উত্তেজিত জনতা তাঁকে ঘিরে ধরে। ইনস্পেক্টরের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়ে তাঁকে গুলি করে হত্যা করা হয়। এই ঘটনায় কয়েকজনকে গ্রেফতার করা হলেও মূল অভিযুক্ত প্রশান্ত এতদিন ফেরার ছিল। বৃহস্পতিবার দুপুরে তাকে বুলন্দশহর-নয়ডা সীমান্ত থেকে গ্রেফতার করে পুলিশ।
সুবোধ কুমার সিংকে খুনের ঘটনায় প্রথমে যে এফআইআর দায়ের হয়েছিল তাতে মূল অভিযুক্ত প্রশান্তর নাম ছিল না। তদন্তে নেমে পুলিশ ঘটনার ভিডিয়ো ফুটেজ খতিয়ে দেখে প্রশান্ত ও জনির খোঁজ শুরু করে। পুলিশ জানিয়েছে, তাদের হাতে যে ফুটেজ এসেছে তাতে দেখা যাচ্ছে জনি ইনস্পেক্টরের সার্ভিস রিভলভার ছিনিয়ে নিয়েছিল এবং প্রশান্ত গুলি চালিয়েছিল।
বুলন্দশহরের সিনিয়র পুলিশ সুপার প্রভাকর চৌধুরি বলেন, ‘গ্রেফতারের পর জেরায় প্রশান্ত পুলিশের কাছে গুলি চালানোর কথা স্বীকার করেছে। প্রশান্তকে জেরা করে ওই ঘটনায় আরও কারা জড়িত তা জানার চেষ্টা চলছে।’
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2ERnfZm
December 28, 2018 at 11:49AM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন