সোহরাবুদ্দিন মামলায় বেকসুর খালাস ২২ অভিযুক্ত

নয়াদিল্লি, ২১ ডিসেম্বরঃ ২০০৫ সালের সোহরাবুদ্দিন ভুয়ো সংঘর্ষ মামলায় বেকসুর খালাস করা হল অভিযুক্ত ২২ জনকে। ষড়যন্ত্র ও হত্যার যথাযথ প্রমাণের অভাবে তাদের বেকসুর খালাস করে দিয়েছে মুম্বইয়ের সিবিআই আদালত।

ভুয়ো এনকাউন্টারে গ্যাংস্টার সোহরাবুদ্দিন শেখ ও তাঁর স্ত্রী কৌসর বি-কে হত্যা করার অভিযোগ ছিল গুজরাট, রাজস্থান ও অন্ধ্রপ্রদেশের জুনিয়র লেভেলের ২১ পুলিশ কর্মীর বিরুদ্ধে। আর যে ফার্মহাউসে সোহরাবুদ্দিন ও তাঁর স্ত্রীকে ধরা হয়েছিল ও মেরে ফেলা হয়েছিল, তার মালিক ছিলেন অপর অভিযুক্ত। এই মামলা ছাড়াও ২০০৬ সালে তাঁদের বিরুদ্ধে ওঠা সোহরাবুদ্দিনের সহকারী তুলসীরাম প্রজাপতিকে এনকাউন্টারের অভিযোগ খারিজ করে দেওয়া হয়েছে। বিশেষ সিবিআই আদালত জানিয়েছে, ষড়ষন্ত্রের অভিযোগ তুলে ধরার জন্য যথাযোগ্য প্রমাণ দাখিল করতে পারেননি আইনজীবীরা।

গুজরাট পুলিশ বলেছিল, লস্করের সঙ্গে মিলে তত্‍‌কালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার ছক কষেছিল সোহরাবুদ্দিন। ২০০৫ সালে এনকাউন্টারে তাঁর মৃত্যু হয়। তবে সিবিআই দাবি করে, ২০০৫ সালের ২২ নভেম্বর হায়দরাবাদ থেকে মহারাষ্ট্রের সাংলি যাওয়ার পথে বাস থেকে সোহরাবুদ্দিন, তাঁর স্ত্রী ও তুলসীরামকে অপহরণ করে গুজরাট পুলিশ। চারদিন পর আমেদাবাদে তাঁকে মেরে ফেলা হয়। ২৯ নভেম্বর তাঁর স্ত্রীকে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2T2sXLs

December 21, 2018 at 02:36PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top