এবার প্রত্যেকের কম্পিউটারে নজরদারি ১০ কেন্দ্রীয় সংস্থার, জারি নির্দেশিকা

নয়াদিল্লি, ২১ ডিসেম্বরঃ এবার যে কোনও কম্পিউটারের যে কোনও তথ্য খতিয়ে দেখতে পারবে দেশের ১০ কেন্দ্রীয় সংস্থা। এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

ওই নির্দেশিকায় জানানো হয়েছে, দেশের যে কোনও কম্পিউটারের ওপরে নজরদারি চালাতে পারবে ১০ কেন্দ্রীয় সংস্থা। এই ১০টি কেন্দ্রীয় সংস্থার তালিকায় রয়েছে, আইবি, নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সেন্ট্রাল বোর্ড অব ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্টরেট অব রেভিনিউ ইনটেলিজেন্স, সিবিআই, এনআইএ, র, ডাইরেক্টরেট অব সিগন্যাল ইন্টেলিজেন্স, দিল্লির পুলিশ কমিশনা।

ওই নির্দেশিকা অনুযায়ী যে কোনও কম্পিউটারের মালিক বা সার্ভিস প্রোভাইডার কেন্দ্রীয় সংস্থাকে তথ্য দিতে বাধ্য। তদন্তকারী সংস্থার সঙ্গে কোনও ধরনের অসহযোগিতা করলে যে কোনও ব্যক্তির জরিমানা বা সাত বছর পর্যন্ত জেল হতে পারে।

এই নির্দেশের তীব্র সমালোচনা করেছেন সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি। তিনি বলেছেন, ‘কেন্দ্রীয় সরকার এমন ব্যবহার করছে, যাতে মনে হচ্ছে দেশের সব নাগরিকই অপরাধী।’ কংগ্রেস নেতা পি চিদম্বরম বলেছেন, ‘এ ভাবে মুক্ত সমাজব্যবস্থাকে ধ্বংস করা হচ্ছে।’



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2Gw7wRK

December 21, 2018 at 02:21PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top