ক্রান্তিতে পথ দুর্ঘটনায় আহত দুই

ক্রান্তি, ২৩ ডিসেম্বরঃ বাইক ও ট্রাই সাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত দুই। রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ ক্রান্তি গ্রাম পঞ্চায়েতের নিউ ক্রান্তির শনিমন্দিরের সামনে দুর্ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, প্রতিবন্ধী রতন সরকার তাঁর ট্রাই সাইকেল নিয়ে বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন। তিনি ক্রান্তির বাসিন্দা। সে সময় বাপন দাস নামে এক যুবক প্রচন্ড গতিতে বাইক আসছিল। নিয়ন্ত্রণ হারিয়ে রতনবাবুর ট্রাই সাইকেলে ধাক্কা মারে বাইকটি। যুবকের নাম বাপন দাস। পেশায় মাছ বিক্রেতা। ক্রান্তির দক্ষিণ মাঝগ্রামের বাসিন্দা সে। অভিযোগ, বাপন দাস মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিল।

স্থানীয়রাই তাদের উদ্ধার করে উত্তরসারিপাকুরি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় দুজনকেই জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ক্রান্তি ফাঁড়ির পুলিশ। তদন্তে পুলিশ।

সংবাদদাতাঃ কৌশিক দাস

 



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal http://bit.ly/2RcRSyL

December 23, 2018 at 11:02PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top