ঢাকা, ২৪ ডিসেম্বর- চলচ্চিত্রের শক্তিমান কমেডি অভিনেতা টেলি সামাদ ভীষণ অসুস্থ। তার খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে বর্তমান শারীরিক অবস্থা জানার জন্য টেলি সামাদের কাছে ফোন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের চিকিৎসক জুলফিকার লেলিন। জনপ্রিয় এই অভিনেতা অসুস্থ থাকায় টেলি সামাদের মেয়ে সোহেলা সামাদ কাকলীর সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত ওই চিকিৎসক। টেলি সামাদের মেয়ে দুপুরে এ খবর জানিয়েছেন। সোহেলা সামাদ কাকলী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সকাল ৯ টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক লেলিন সাহেব হাসপাতলে ফোন করে বাবার শারীরিক অবস্থার খোঁজ নেন। খুব আন্তরিকভাবে কথা বলেছেন। হাসপাতাল কর্তৃপক্ষকে সর্বোচ্চ চিকিৎসা প্রদানের নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর তরফ থেকে জানতে চাওয়া হয়েছে চিকিৎসার ব্যয়ভার বহনের জন্য আর্থিক সাহায্যের প্রয়োজন কিনা! আমি বলেছি, আর্থিক সহায়তা দিলে খুব উপকার হবে। এর আগে ১৬ দিন স্কয়ার হাসপাতালে বাবা ভর্তি ছিলেন। সেখানে অনেক অর্থ ব্যয় হয়েছে। সোহেলা সামাদ কাকলী আরও বলেন, বাবার জন্য এর আগে প্রধানমন্ত্রীর কাছে সহায়তা চাইনি। উনি নিজেই কোনো সহায়তার প্রয়োজন কিনা জানতে চেয়েছেন। নির্বাচনী ব্যস্ততার মধ্যেও তিনি আমার বাবার কথা মনে করেছেন, এটা অনেক বড় পাওয়া। হাসপাতের ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে প্রধানমন্ত্রীর তরফ থেকে। যদি উন্নতি চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার প্রয়োজন পড়ে, আমার বিশ্বাস প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ব্যবস্থা করবেন। ৪ ডিসেম্বর অসুস্থ হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন টেলি সামাদ। তখন ডাক্তার বলেছিলেন, টেলি সামাদের খাদ্য নালীতে সমস্যা রয়েছে। শুধু তাই নয়, তার বুকে ইনফেকশন ছিল, ডায়াবেটিস ছিল। রক্তের প্লাটিলেটও কমে যাচ্ছিলো বলে জানিয়েছেন চিকিৎসক। সেখানে ১৬ দিন চিকিৎসা নেওয়া পর বাসায় ফিরে আবার অসুস্থ হয়ে পড়েন চলচ্চিত্রের এক সময়কার দাপুটে অভিনেতা। সেজন্য তাকে গত ১৯ ডিসেম্বর রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে ভর্তি করা হয়। এখন সেখানেই তার চিকিৎসা চলছে। সর্বশেষ শারীরিক অবস্থার জানিয়ে সোহেলা সামাদ কাকলী বলেন, বাবার শারীরিক অবস্থা খুব ভালো না। অক্সিজেনের সমস্যা হচ্ছে, রক্তের হিমোগ্লোবিন কমে যাচ্ছে। এখনও আইসিইউতে রয়েছেন। বাবার সুস্থতা কামনায় পরিবারের পক্ষে দেশবাসীর কাছে দোয়া কামনা করছি। অভিনেতা টেলি সামাদ ১৯৭৩ সালে কার বউ সিনেমা দিয়ে চলচ্চিত্রে পা রাখেন। চার দশকে পাঁচ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। টেলি সামাদ একসময় তুমুল ব্যস্ত ছিলেন অভিনয়ে। কিন্তু এখন আর কোনো ছবিতে কাজ করছেন না। তার অভিনীত সর্বশেষ ছবি মুক্তি পায় জিরো ডিগ্রী ( ২০১৫)। অসুস্থতার আগে তিনি সারাদিন বাসায় থাকেন। টিভি দেখতেন, ছবি আঁকতেন। সূত্র: চ্যানেল আই অনলাইন এইচ/২০:৩৪/২৪ ডিসেম্বর



from First Bangla interactive newspaper - Deshe Bideshe http://bit.ly/2EQ51rQ
December 25, 2018 at 02:34AM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top