মহারাজপুরের মাস্টারপাড়া থেকে ১৯ জামায়াত শিবির কর্মী আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকা থেকে গোপন বৈঠককালে জামায়াত শিবিরের ১৯ নেতাকর্মীকে আটক করছে পুলিশ। পুলিশের দাবি, এসময় তাদের কাছ থেকে ১ কেজি ১০০ গ্রাম গান পাউডার, ৬টি ককটেল ও ৪টি জেহাদি বই উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি (অপারেশন) ঈদ্রিস আলী জানান, বিকেলে মহারাজপুরের চকপাড়া মাস্টারপাড়া এলাকার একটি লেবু বাগানে জামায়াত শিবিরের নেতাকর্মীরা গোপন বৈঠক করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার পুলিশের একটি দল অভিযান চালায়। এসময় ১৯ জন আটক হলেও বেশ কয়েকজন পালিয়ে যায়।
ওসি ঈদ্রিস বলেন, ‘ নাশকতার উদ্যেশে তারা বৈঠক করছিল। তাদের কাছ থেকে গান পাউডার, ককটেলসহ জেহাদী উদ্ধার করা হয়েছে’।
পুলিশ জানায়, বিকেলে বিষ্ফোরক আইনে মামলা দায়েরের পর তাদের আদালতে সোপার্দ করা হয়েছে।
এদিকে শিবগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার বিএনপি কর্মী সাঈদ আলী মন্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, তার বিরুদ্ধে থানায় গ্রেপ্তারী পরোয়ানা জারি ছিল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-১২-১৮


from Chapainawabganjnews https://ift.tt/2A7oDE2

December 20, 2018 at 08:00PM
20 Dec 2018

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
Top