রায়গঞ্জ, ২০ ডিসেম্বরঃ ফের চুরি রায়গঞ্জে। এক মুদি দোকানদারের ব্যাগ থেকে ৭০ হাজার টাকা চুরি হওয়ার ঘটনায় চাঞ্চল্য রায়গঞ্জ শহরের মোহনবাটি বাজার এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার পুলিশ। মুদি দোকানটির মালিক জানান, সকাল দশটা নাগাদ দোকান খুলে টাকার ব্যাগ দোকানের মধ্যে রেখে পিছনের গেট খুলতে যান তিনি। পিছনের গেট খুলে এসে দেখেন টাকার ব্যাগ উধাও। রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি জানান, ব্যাগে ৭০ হাজার টাকা ছিল। মোহনবাটি বাজারে পরপর চুরির ঘটনায় রীতিমত আতঙ্কিত ব্যবসায়ীরা। মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনু বন্ধু লাহিড়ী বলেন, মোহনবাটি বাজারের ব্যবসায়ীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিসি ক্যামেরা লাগানো প্রয়োজন। এছাড়াও মোহনবাটি বাজারে আগে যে পুলিশ ফাঁড়ি ছিল তা পুনরায় চালু করতে হবে বলে জানান তিনি। সেখানে স্থায়ী পুলিশ আধিকারিক নিয়োগ করতে হবে। পুরসভার পক্ষ থেকে যাতে মোহনবাটি বাজারের ভিতর যথেচ্ছ পথ বাতি লাগানোর ব্যবস্থা করার দাবি জানান তিনি। চুরির ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।
সংবাদদাতাঃ বিশ্বজিৎ সরকার
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2PPqTVf
December 20, 2018 at 08:05PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন