গুগল ম্যাপ-এ অযোধ্যার নাম বদলে ‘মন্দির ইয়াহা বানেগা’

লখনউ, ২ নভেম্বরঃ অযোধ্যায় রাম মন্দির নির্মাণ নিয়ে কম বিতর্ক হয়নি। রামমন্দির নিয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলির এত হইচইয়ের পর গুগল ম্যাপও সম্ভবত বুঝে গিয়েছে মন্দির অযোধ্যাতে হবে। তাই এবার গুগল ম্যাপে অযোধ্যার বিতর্কিত জায়গার নাম হয়ে গিয়েছে ‘মন্দির ইয়াহা বানেগা’।

শনিবার থেকেই গুগল ম্যাপে অযোধ্যা রামজন্মভূমি লিখে সার্চ করতেই লোকেশন ইন্ডিকেটরে ‌’‌মন্দির ইয়াহা বানেগা’ ‌লেখা দেখাতে শুরু করে। সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় বিষয়টি। পরে এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখালেখি হওয়ায় গুগল থেকে সেটি সরিয়ে দেওয়া হয়। এখন রামজন্মভূমি লিখে সার্চ করলে সেই লেখাটি আর আসছে না।



from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2zBfjbb

December 02, 2018 at 05:29PM

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

 
Top