শামুকতলা, ২ ডিসেম্বরঃ ২০১৯-এর মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সহায়তা শিবিরের আয়োজন করল এবিটিএ-র ইস্ট জোন কমিটি। রবিবার সংগঠনের উদ্যোগে আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের মজিদখানা হাইস্কুলে এই শিবিরের আয়োজন করা হয়। সংগঠনের আলিপুরদুয়ার ইস্ট জোনের সম্পাদক তথা যশোডাঙ্গা হাইস্কুলের প্রধান শিক্ষক খোকন দে জানান, শামুকতলা, ভাটিবাড়ি, সলসলাবাড়ি, যশোডাঙ্গা, কামাখ্যাগুড়ি, চেপানী এবং পারোকাটা হাইস্কুলের প্রায় ১ হাজার মাধ্যমিক পরীক্ষার্থী এদিনের শিবিরে অংশগ্রহণ করেছেন।
এবিটিএ-র পক্ষ থেকে অনিন্দ ভৌমিক জানান, জীবনের প্রথম বড় পরীক্ষায় ছাত্রছাত্রীরা যাতে গুছিয়ে প্রশ্নপত্রের উত্তর লিখতে পারে সেজন্য বিষয় ভিত্তিক বিশেষজ্ঞ শিক্ষকরা পরামর্শ ও জরুরি টিপস দিয়েছেন। অন্যান্য বছর এই কর্মসূচী শহরের মধ্যে সীমাবদ্ধ ছিল। এবার গ্রামাঞ্চলে সহায়তা শিবিরে ব্যাপক সাড়া পাওয়া গিয়েছে।
সংবাদদাতাঃ হরিপদ পাল
from Uttarbanga Sambad | Largest Selling Bengali News paper in North Bengal https://ift.tt/2Rs1rXr
December 02, 2018 at 05:22PM
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন